Mastoor – শর্তাবলী (Terms & Conditions)

কার্যকর তারিখ: [তারিখ লিখুন]

আমাদের যেকোনো সার্ভিস, প্রোডাক্ট বা সেবা ব্যবহারের আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।
আমাদের সার্ভিস ব্যবহার করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যে, আপনি আমাদের শর্তাবলী পড়ে নিয়েছেন এবং তাতে সম্মত আছেন।

আমাদের ওয়েবসাইট ভিজিট করা বা আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার এবং আমাদের সার্ভিসের অংশ হিসেবে বিবেচিত হবেন।

আপনি যেকোনো সময় এই পেজ ভিজিট করে আমাদের সর্বশেষ আপডেটেড শর্তাবলী সম্পর্কে জানতে পারবেন। আমাদের টার্মস & কন্ডিশনে নতুন কোনো ফিচার, সেকশন বা পরিবর্তন যুক্ত হলে, তা-ও আপনার জন্য প্রযোজ্য হবে এবং আপনি এতে সম্মত বলে ধরা হবে।


সেকশন 1 – প্রোডাক্টের প্রাপ্যতা ও মূল্য

  • যেকোনো প্রোডাক্টের প্রাপ্যতা এবং মূল্য সম্পূর্ণভাবে স্টকের ওপর নির্ভরশীল।

  • যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস স্টকে না থাকে, তাহলে Mastoor যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং বিকল্প প্রোডাক্ট সাজেস্ট করবে।

  • আপনি যদি এডভান্স পেমেন্ট করে থাকেন, তবে তা আমাদের রিফান্ড পলিসি অনুযায়ী ফেরত দেওয়া হবে।


সেকশন 2 – মূল্য পরিবর্তন

  • আমাদের সাইটে প্রদর্শিত যেকোনো প্রোডাক্টের মূল্য পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে।

  • আমরা যথাসাধ্য চেষ্টা করি সাইটে প্রদত্ত মূল্য সঠিক রাখতে, তবে সময় ও বাজার পরিস্থিতি অনুযায়ী দাম পরিবর্তিত হতে পারে।


সেকশন 3 – অর্ডার বাতিলকরণ

  • আমরা আমাদের কাছে প্লেস করা যেকোনো অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করি।

  • প্রয়োজন অনুসারে আমরা অর্ডার করা প্রোডাক্টের পরিমাণ সীমিত করতে বা বাতিল করতে পারি।

  • অর্ডার বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে আমরা অর্ডারে প্রদত্ত কন্টাক্ট নম্বর বা ইমেইলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব।


যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে আমাদের অফিসিয়াল কন্টাক্ট চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন।